প্রদিপ মজুমদার
আজ ৫ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন ""লালমাই ক্লাব"" করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে ১২ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্লাহর কাছে।
প্রবাসী ও দেশের সদস্যদের সহযোগিতায় লালমাই ক্লাব আজ বিনামূল্যে অক্সিজেন সেবার শুভারম্ভ করেন। লন্ডন প্রবাসী হাবিবুল হক হাবিব, এআইজি শাহজালাল, আর ডি রনি, সৌদি প্রবাসী আবদুল জলিল, কোরবান আলী সহ অনেকের সহায়তায় এ সেবা চালু করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মমিন মজুমদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আকবর , কোষাধ্যক্ষ ডা. শাহ আলম, সদস্য, আবুল কালাম ভূঁইয়া, আবুল বাহার, মোঃ মীর হোসেন, আবদুল মোতালেব, কাউসার মোর্শেদ মজুমদার, এড. জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম মোহন, ডা. রবিউল হোসেন, দেলোয়ার হোসেন, শাহরিয়ার আলম মাহী প্রমুখ।