৮ম ইংরেজি ভাষা সামিটে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমাই-এর শিশু স্পেল মাষ্টার সূহা হাসনা
বিমান বাহিনীর শাহীন স্কুল ও কলেজে UNESCO, FAO, UNDP and Dhaka English Language and Literature Club-এর যৌথ আয়োজনে “৮ম ইংরেজি ভাষা সামিট” এ Spell Master (Primary) ক্যাটাগরিতে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছে লালমাই এর কৃতি সন্তান ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ,সিপিএ Dr. Mosttafa Shazzad Hasan FCA CPA -এর বড় কন্যা সুহা হাসনা।ইংরেজি ভাষা ও সাহিত্যের অনেক গুলো কঠিন বানান ও অনেকগুলো প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করে সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।সূহা বর্তমানে কেমব্রিজ সিলেবাসের ইংরেজি মাধ্যমে তৃতীয় ক্লাসে পড়ছে। বড় হয়ে সে বাবার মতো নামকরা চাটার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়।