লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
“নিরাপদ মাছে ভরবো দেশ
গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৫ জুলাই ২০২৩ইং মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আহসান হাবিব।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের রনি,লালমাই প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ বজলুর রহমান সোহাগ,বেলঘর দঃ ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি।
এসময়ে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষি,জনপ্রতিনিধি ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।পরে
উপজেলার চার জন মৎস্য খামারীকে মৎস্য চাষে অবদান রাখায় ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply