১০মার্চ (সোমবার) দুপুরে হিমাদ্রী খীসা উপজেলা নির্বাহী অফিসার লালমাই এবং সভাপতি,বাংলাদেশ স্কাউটস লালমাই উপজেলা,কুমিল্লা’কে ফুল দিয়ে বরণ করেন উপজেলার প্রথম ও একমাত্র ALT (Scouting) মো. কুদরুত উল্লাহ এএলটি সাবেক প্রধান শিক্ষক বাগমারা হাইস্কুল, উপজেলা স্কাউট সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মজুমদার(প্রধান শিক্ষক দৌলতপুর হাইস্কুল) এবং সহকারী কমিশনার মো. শাহাদাত হোসেন মজুমদার(প্রধান শিক্ষক যুক্তিখোলা হাইস্কুল)। ইউএনও মহোদয় লালমাই উপজেলা স্কাউটসকে যুগোপযোগী ও গতিশীল করে স্কাউটদের শাপলা কাব আর পিএস(প্রেসিডেন্ট স্কাউট) অ্যাওয়ার্ড অর্জনে পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যে ভূমিকা রাখেন।
Leave a Reply