লালমাইয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
লালমাই প্রতিনিধি
৯ এপ্রিল শনিবার বিকেল ৫টায় উপজেলা সংলগ্ন মিয়াজী মার্কেট এর দ্বিতীয় তলায় লালমাই প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজিষ্ট্রশন নং- সি-৯৫০৭৪/১১) লালমাই উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সিনিয়র সহ-সভাপতি ও লালমাই প্রেসক্লাবের সভাপতি চলন প্রত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,জাতীয় যুগযুগান্তর ও যেযে টিভি জেলা প্রতিনিধি,দৈনিক রুপসী বাংলার সাংবাদিক মোঃজয়নাল আবেদীন জয়।
আহবায়ক কমিটি নিম্মরুপ
আহবায়ক দৈনিক শিরোনাম, জাতীয় যুগযুগান্তর ও যেযে টিভির প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম।
সদস্য সচিব দৈনিক ভোরের কলাম লালমাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন।নির্বাহী সদস্য খান মোহাম্মদ রুবেল হোসেন,মোঃজোবায়ের হোসেন,মোঃমতিউর রহমান,মোঃমহিন উদ্দিন ওপ্রভাষক মোঃ নাজমুল হাসান।
Leave a Reply