লালমাই সরকারি কলেজে আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষকে সংবর্ধনা
রুহুল আমিন
১২ মে রবিবার লালমাই সরকারি কলেজে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গণমানুষের নেতা বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ভ্রাতুষ্পুত্র আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার আজ বৃহস্পতিবার চাচার প্রতিষ্ঠিত বর্তমান লালমাই সরকারি কলেজ পরিদর্শন করেন। সফরসঙ্গী ছিলেন আরেক ভ্রাতুষ্পুত্র এমদাদুল হক মজুমদার। এসময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কালাম মজুমদার স্মৃতি স্তম্ভে।
লালমাই সরকারি কলেজের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষা গবেষককে কলেজ হল রুমে সংবর্ধনা দেওয়া হয়।
গুণী এই ব্যক্তিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম সুরেশ সূত্রধর।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply