লালমাই উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
১৯শে মে বৃহস্পতিবার বেলা ১১ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে জাতীয় পুষ্টি সাপ্তাহ-২০২২ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সঠিক পুষ্টিতে, সুস্থ থাকুন” এ স্লোগান নিয়ে জাতীয়
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কতৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সাপ্তাহ- ২০২২ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি, চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল উপজেলা,উপজেলা খাদ্য অফিসার আবু বক্কর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ চন্দ্র সিংহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা ২০ শয্যা হসপিটালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এম রবিউল আলম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার রুবেল, প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক কুমিল্লা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন মিয়াজী,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
একটি পরিবারকে পরিপূর্ণ পুষ্টিগুণ সম্পূর্ণ প্যাকেজ বিতরণ করা হয়।
০
Leave a Reply