লালমাইয়ে মাধ্যমিক শিক্ষা- প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও-দৈনিক লালমাই
(মোহাম্মদ আনোয়ার হোসেন)
২৬শে মে বৃহস্পতিবার বেলা ১১টায় লালমাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
উপজেলা সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার।
সভা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমিতির সভাপতি ও সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মনিরুজ্জামান,পেরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রাজ্জাক, শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্লাহ,হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস কাঞ্চন,ভূচ্চি হাবিবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেম মিয়া,হলদিয়া উসমানীয়া মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম,বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ দেলোয়ার হোসেন,মোহনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাসানুজ্জামান,আটিটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বিল্লাহ হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ খোরশেদ আলম,ভাবক পাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ,শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা জামাল,যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন সহ উপজেলা সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা এর সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,সদস্য,দৈনিক মুক্তির লড়াই জেলা প্রতিনিধি মোঃ ছানা উল্লাহ প্রমূখ।
সভায় প্রতিষ্ঠান প্রধানগন উপজেলার বিভিন্ন শিক্ষা – প্রতিঠানের সমস্যা ও লেখা- পড়ার মানোন্নয়ন,খেলাধুলার মানোন্নয়ন,উপজেলা বিতার্কিক ক্লাব,বিজ্ঞান ক্লাব,প্রতিষ্ঠানের আইন-শৃঙ্খলা, মাদকের মুক্ত প্রতিষ্ঠান গড়া,বাল্য বিবাহ,ভর্তি হতে জন্ম নিবন্ধন জনিত সমস্যা সমাধান কল্পে সমন্বিত ব্যাপক আলোচনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম কে সুস্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ।
Leave a Reply