কুমিল্লা কমলাঙ্ক সাহিত্য একাডেমির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধিঃ
১৬ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ঃ৩০ মিনিটে কুমিল্লা নজরুল এভিনিউর নাহার প্লাজায় পেইজ ডেভেলপমেন্ট কার্যালয়ে কমলাঙ্ক সাহিত্য একাডেমি, কুমিল্লা কর্তৃক আয়োজিত কবিতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি,মূখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. বায়তুল্লাহ কাদেরী। সারাদিন ব্যাপী কবিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ত্ব করেন কমলাঙ্ক সাহিত্য একাডেমির সভাপতি ডক্টর আলী হোসেন চৌধুরী।
সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব বদরুল হুদা জেনু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ সফিকুর রহমান,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান,সহকারী অধ্যাপক কবি নূর মোহাম্মদ রাজু,সংগঠনের সাধারণ সম্পাদক কবি অধ্যক্ষ নারগিস আক্তার,সদস্য ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ- পরিক্ষা নিয়ন্ত্রক কবি মোঃ আসাদুজ্জামান,সদস্য মোঃ সফিকুর রহমান প্রমুখ।
কর্মশালায় অংশ গ্রহণ করেন পাঠাগার আন্দোলন, বাংলাদেশের সভাপতি কবি মোঃ ইমাম হোসেন,কুমিল্লা আবৃত্তি সংসদের সাবেক সভাপতি কবি রতন দে,সভাপতি কবি তাহমিনা আক্তার,বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোতাহার হোসেন মাহবুব,এটিএন টিভি ও দৈনিক ইত্তেফাক কুমিল্লা প্রতিনিধি কবি খায়রুল আহসান মানিক,দেশ টিভি ও দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক মোঃ ফিরোজ মিয়া,লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা কবি মোঃ জয়নাল আবেদীন জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি খান মোহাম্মদ রুবেল হোসেন,কবি মোঃ এমদাদুল হক ইয়াছিন,ক্যান্টেমেন্ট ইস্পাহানি কলেজের অধ্যাপক জয়শ্রী,কবি ইয়াসমিন আক্তার মনি সহ কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান কবি ও সাহিত্য প্রেমীগন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে অভিজ্ঞান পত্র দেওয়া হয়েছে।
Leave a Reply