লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উপলক্ষে লালমাই উপজেলায় র্যালি এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রাঙ্গন থেকে র্যালীটি কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
সভাপতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন,লালমাই থিয়েটারের শিক্ষা বিষয়ক সম্পাদক ও আবৃত্তি পরিষদের আহবায়ক কবি মোঃ আবদুর রব,বাগমারা উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার মেম্বার সহ উপজেলা কিশোর – কিশোরী ক্লাবের শিক্ষকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রী ও অভিভাবকগন, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী বৃন্দ প্রমুখ।
Leave a Reply