লালমাইয়ে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১১ ঘটিকার সময় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা শাখার সভাপতি ডাঃ মোতাহার হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার,লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন অপু,লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়,বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র,ছাত্রী,এবং লালমাই উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ গন।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
Leave a Reply