লালমাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কার্যক্রমের আওতায় লালমাই উপজেলার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে (জনপ্রতি মিউরেট অব পটাশ-১০কেজি,ডেপ-১০কেজি,বীজ-৫কেজি) বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ১৯ জুন ২০২৩ সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমাইয়ের আয়োজনে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালমাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল নোমান।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আকতার।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মোসাঃ হ্যাপি আকতার, স্থানীয় ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ কৃষকবৃন্দ।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম।
Leave a Reply