লালমাইয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান ৫ আগষ্ঠ ২০২৩ ইং শনিবার সকাল ১১টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
উক্ত স্মৃতিচারণ ও আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা সহকারি কমিশনারদের (ভূমি) মোসাঃ নাছরিন আকতার,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আক্তার,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান ভূইঁয়া,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান,উপজেলা মৎস্য অফিসার মোঃ আহসান হাবিব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,উপজেলার যুব উদ্যোক্তা,উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ গন।
পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার যুব সংগঠনের মাঝে যুব ঋণ ও গাছের চারা বিতরণ করা হয় |
Leave a Reply