লালমাইয়ে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
“ধন্য সেই পুরুষ,যাঁর নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা”
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে ১৫ আগস্ট ২০২৩ইং শনিবার সকাল ১১টায় আলোচনা সভা,পুরুস্কার ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার ও চেক বিতরণ অনুষ্ঠানের পূর্বে ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম।এসময়ে আরো উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আকতার,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার,লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দগন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আকতার,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত)বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা এলজিইডি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,চেয়ারম্যান,রাজনীতিবিদ,শিক্ষক,শিক্ষার্থী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা,আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে পক্ষে ২জন যুব উদ্যোক্তার মাঝে চেক বিতরণ করা হয়।
Leave a Reply