লালমাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
“জন্ম – মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ অক্টোবর ২০২৩ইং শুক্রবার সকাল ১১ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার পূর্বে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি উপজেলা প্রাঙ্গন হতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করে।
জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইশরাত জাহান উর্মি, বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ কামাল হোসেন দুলাল।
এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এমটিপিআই উজ্জল চন্দ্র সিংহ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব,পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী, স্বাস্থ্য সহকারী,কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply