লালমাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম,ভূট্টা,সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ,মসুর,খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠান ৮নভেম্বর বুধবার ৩টায় উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কামরুল হাসান শাহীন।
উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল নোমান স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বক্কর সিদ্দিক।
উপজেলা কৃষি সম্প্রাসারণ (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মো: আবদুল মান্নান মোল্লা এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়, উপজেলা সহকারী কৃষি অফিসার
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষিঅফিসারগন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন প্রমুখ।
Leave a Reply