লালমাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
‘উন্নয়ন,শান্তি ও নিরপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগান কে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে ৯ডিসেম্বর শনিবার সকাল ১০.৩০টায় দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়।এরপর কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম শিকারপুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার।
দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিৎ সেন,ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন অপু,সুমন রায় চৌধুরী,উপজেলার স্কুলের ছাত্র ছাত্রী,শিক্ষক এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা প্রাণবন্ত সঞ্চালনা করেন উপজেলা শিশু ও মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
Leave a Reply