লালমাইয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাঙালির চিরাচরিত সবচেয়ে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩১ কে বরণ করার লক্ষ্যে লালমাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১৪ই এপ্রিল ২০২৪ খ্রি: বাংলা নববর্ষ ১৪৩১ এর পহেলা বৈশাখ লালমাই উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হউক ধরা”
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসে মোহাম্মদ হেলাল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মো; জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: মহিবুস সালাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদ আলম খান, উপজেলা মৎস্য অফিসার মো: হাবিবুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি অফিসার আবদুল্লাহ আল মামুন,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ বাগমারা শাখার ডিজিএম ইঞ্জিনিয়ার মো: হানিফ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম ও মো: আলমগীর,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মালেক প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মো: শামীম ইকবাল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা ও সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন,লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, থিয়েটারের সাধারণ সম্পাদক মো: সফিকুর রহমান, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মো: রবিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুবেল হোসেন, থিয়েটারের সহ-সভাপতি বাউল রাসেল দেওয়ান, শিক্ষা সম্পাদক মাষ্টার মো: আবদুর রব, মহিলা বিষয়ক সম্পাদক সীমা রাণী, সদস্য জয়ন্ত সিংহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য পরিবেশন করা হয়।
Leave a Reply