লালমাইয়ে ৪৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন
(লালমাই প্রতিনিধি)
১৭ই এপ্রিল বুধবার সকাল ১০ টায় লালমাই উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ৪৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে খরিপ ১/২০২৪-২৫ মৌসুমে উফসি আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বাবদ প্রণোদনা কর্মসূচি বাস্তবাযনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কামরুল হাসান শাহীন ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা খাদ নিয়ন্ত্রক অফিসার মো: আবু বক্কর সিদ্দিক,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অলি হালদার,অনুষ্ঠানের তথ্য ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো: মোসলেম উদ্দিন।
উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ সংরক্ষণ) মো: আবদুল মান্নান মোল্লা এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়, উপজেলা সহকারী কৃষি অফিসার পরিমল চন্দ্র সরকার, উপসহকারী কৃষি অফিসার জিয়া উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার আহসান হাবিব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য ও এসডি টেলিভিশন উপজেলা প্রতিনিধি মো: আহসান উল্লাহ রাজু, সদস্য মো: তানভীর সহ উপজেলা কৃষি প্রনোদনার সুবিধাভোগী কৃষক ও কৃষাণীগন।
Leave a Reply