লালমাইয়ে শিকারীপাড়া বায়তুল কুরআন মাদ্রাসায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন ইউএনও এহসান মুরাদ
(লালমাই প্রতিনিধি)
৩১শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া বায়তুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ও ডক্টরস ফোরাম অফ লালমাইর সহযোগিতায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ডক্টরস ফোরাম অফ লালমাইর ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন ঢাকা এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অধ্যক্ষ, ডক্টরস ফোরাম অফ লালমাইর সভাপতি দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ মোতাহার হোসেন জুয়েল।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসক মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সালেহ আহমেদ সালেহ – সাধারণ সম্পাদক – ডক্টরস ফোরাম অফ লালমাই, ডাক্তার শিমুল শিমুল মজুমদার, ডাক্তার মোঃ শরীফ মজুমদার, ডাক্তার আহসান উল্লাহ, ডাক্তার মোঃ হাসান ইকবাল মজুমদার ,ডাক্তার মোহাম্মদ শামীম ইকবাল ,ডাক্তার মারজান সুলতানা নিঝুম, ডাক্তার কামরুল হাসান, ডাক্তার নূর মোহাম্মদ শাহি, ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম ,ডাক্তার পলাশ চন্দ্র দাস, ডাক্তার মোহাম্মদ জামাল হোসেন ফরহাদ, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম সবুজ, ডাক্তার জাহিদুল ইসলাম রনি, ডাক্তার মোঃ তৌকির আহমেদ, ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার রাশেদুল ইসলাম বাপ্পি, ডাক্তার আলেয়া আঙ্গর,ডাক্তার কাউসার আহমেদ জুয়েল, ডাক্তার মোঃ মোশারফ হোসেন, ডাক্তার দেবাশীষ বড়ুয়া ,ডাক্তার মোঃ আশিকুর রহমান, ডাক্তার মোঃ শামীম চৌধুরী সোহাগ ,ডাক্তার মেহেদী হাসান সাবির, ডাক্তার মোঃ হাসিবুল ইসলাম, ডাক্তার মোঃ শরিফুল ইসলাম খান অপু, ডাক্তার মোঃ হাসান মহিউদ্দিন ইভান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলার নিজস্ব সংবাদদাতা সাংবাদিক মীর শাহ আলম, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ডক্টরস ফোরাম অফ লালমাই এর নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
Leave a Reply