লালমাইয়ে যুক্তিখোলা বাজারে ইসকন নিষিদ্ধের দাবীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার তৌহিদী জনতার উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, বাংলাদেশ ঐক্য গড়ো” এ স্লোগান নিয়ে চট্টগ্রামে মসজিদে হামলা ও এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশ বিরোধ ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন এর নিষিদ্ধের দাবীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৮শে নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর যুক্তিখোলা বাজার প্রদক্ষিণ করে মিছিল শেষে যাত্রী চাহনীতে এসে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ত্ব বেলঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদুল ইসলাম ফারাবী।
এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাফেজ ইয়ামিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জলিল,ছাত্র প্রতিনিধি মোঃ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ইউসুফ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
Leave a Reply