লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
৩০শে নভেম্বর শনিবার বেলা ২ঃ৩০ টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবদুন নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েব আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার আমির মু শাহজাহান এ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী,জেলা সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ আবদুল মবিন,জেলা সদস্য ও উপজেলার সাবেক আমির গোলাম সরওয়ার মজুমদার কামাল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, কুমিল্লা জেলা (পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি মোঃ নাজমুল হাসান।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ ইমাম হোসাইন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী কামাল হোসেন, মাওলানা মোঃ মফিজুর রহমান,বাগমারা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাঈম সিদ্দিকী,ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, ভূলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রবিউল হোসাইন, বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শাহ আলম, বেলঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ রেজাউল করিম খোকন, পেরুল উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কবি ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ ইকবাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি কামাল হোসেন ও সেক্রেটারী ইব্রাহিম রনি,সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন শিকদার সুমন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন,বাগমারা দক্ষিণ যুব বিভাগের সভাপতি মোঃ নেছার উদ্দিন মিশু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলার ৯ টি ইউনিয়নের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীরদের শপথ পাঠ করার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবদুন নূর।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রের পিতার নিকট একটি অটোরিকশার চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি, প্রধান বক্তা সহ অতিথিগন।
Leave a Reply