স্বপ্নকথা সমাজ উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
(নিজস্ব সংবাদদাতা)
“মানবতা মানুষের অমূল্য হাতিয়ার ” এ স্লোগান নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ” স্বপ্নকথা সমাজ উন্নয়ন সংস্থা” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, গুণীজন সম্মানিত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর আনুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুণীজন সম্মাননা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্নকথা’র প্রতিষ্ঠাতা,কবি, সম্পাদক ও সাংবাদিক অগ্নিকন্যা রোকসানা সুখী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মজুমদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা ও আমেরিকান বিজ্ঞানী আবুল কাশেম চৌধুরী ত্বোহা, সাংগঠনিক বক্তা সংগঠনের উপদেষ্টা ও জনতা ব্যাংকের ডিজিএম আবুল হাসানাত আজাদ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মোহাম্মদ সালেহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের অফিসার ফাতেমা আক্তার ও সংগঠনের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক নোমান মৌলভী প্রমুখ।
“নিরাপদ চালক চাই” এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, বিশিষ্ট রসিক কবি আবদুল কাইয়ুম, কবি শিপন হোসেন মানব, বিখ্যাত জ্যোতিষ চিকিৎসক এস কে শাস্ত্রী,সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হোসেন প্রমুখ।
স্বপ্নকথা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে, ক্রেষ্ট, মেডেল, শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, গুণীজন,কবি,সাংবাদিক,স্বপ্নকথা’র নারী সদস্যগন, উপকারভোগী,শুভাকাঙ্খী ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply