1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
January 16, 2025, 8:48 pm

লালমাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : Thursday, January 16, 2025
  • 1 Time View

লালমাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

“জ্ঞান – বিজ্ঞান করবো জয়, সেবা হবে বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে জাতীয় বিজ্ঞান মেলা-২০২৫ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) বেলা ১১টা বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের স্টলে প্রদর্শিত বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে উপজেলার ৩টি কলেজ ও স্কুল পর্যায়ে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ছাত্র -ছাত্রী বৃন্দ অংশ গ্রহণ করেছেন।
প্রতিযোগিতায় কলেজ পর্যায় ও স্কুল পর্যায়ে ২ টি বিভাগে
১ম, ২য়, ৩য় স্থান অর্জন কারী মোট ১২ জন ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকৃত বিভিন্ন স্টলগুলো থেকে কলেজ পর্যায় ৩ টি ও স্কুল পর্যায়ে ৩টি স্টলকে পুরষ্কৃত করা হয়েছে। বিজ্ঞান মেলায় কলেজ ও স্কুল পর্যায়ে স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
বাগমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি (আরএমও),উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক ,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ,উত্তর দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় কলেজ পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়েছে।
৪৬ তম বিজ্ঞান মেলায় ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ গ্রহণকারী প্রথম ৫ জন ছাত্র -ছাত্রীকে পুরষ্কৃত করা হয়েছে।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501