1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
April 16, 2025, 2:28 pm
সর্বশেষ খবর
লালমাই প্রেস ক্লাবের নববর্ষ-১৪৩২ উপলক্ষে বৈশাখী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-১ ফের সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আতিক লালমাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন আহবায়ক-মোঃ মাসুদ করিম সদস্য সচিব-মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঈদ প্রীতি অনুষ্ঠান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে পুনর্মিলনী “নীড়ে ফেরা” বর্ণিলভাবে উদযাপন লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দোয়া ও ইফতার মাহফিল লালমাই প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত লালমাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে সিধুচী প্রবাসী কল্যাণ সোসাইটি’র শুভ উদ্বোধন

  • Update Time : Saturday, February 1, 2025
  • 46 Time View

লালমাইয়ে সিধুচী প্রবাসী কল্যাণ সোসাইটি’র শুভ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নের সিধুচী গ্রামের সকল প্রবাসীদের অংশগ্রহনে সৌহার্দ্য সম্প্রীতি মানবতার সেবায় নিবেদিত এ স্লোগানকে সামনে রেখে “সিধুচী প্রবাসী কল্যাণ সোসাইটি” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন হয়েছে।

১ ফেব্রুয়ারী (শনিবার) বাদ যোহর সিধুচী চৌমুহনী দারুসসুন্নাত কমপ্লেক্স এর হলরুমে গ্রামের সর্বস্তরের সবার অংশগ্রহনে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী দিনে সিধুচী গ্রামের অসহায় ৪৫ পরিবারকে ৩০০০ টাকা করে ১৩৫০০০/- (একলাখ পয়ত্রিশ হাজর টাকা), ও সিধুচী দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০০০০/-(দশ হাজার টাকা),সিধুচী কাজী বাড়ি মমতাজিয়া হাফেজিয়া ও এতিম খানায় ১০০০০/- (দশ হাজার টাকা) এবং একজন অসহায় রুগীর চিকিৎসার জন্য ১০০০০/-(দশহাজার টাকা) নগদ অর্থ প্রদান করা হয়।

সংগঠন পরিচালনার জন্য মোঃ খোরশেদ আলমকে আহবায়ক এবং জাকির হোসেন তালুকদার, আলমগীর মজুমদার সাগর,মামুন রশীদ, কবির হোসেন হাসনাত,ডাঃ আরিফুর রহমান,আবুল খায়ের, হেলাল উদ্দিন নান্টু,সালামত উল্লাহ,মোঃ জুয়েল মজুমদার, মোঃ দিদারুল আলম, সুমন আহমেদ,ইসমাইল খলিল, বিল্লাল হোসেন, মোঃ মাসুম করিম,রাসেল হোসেন,মোল্লা রাসেল, কে যুগ্ন আহবায়ক করে ৮০জনের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাহার উদ্দিন, রাশেদুল ইসলাম, শেখ ফরিদ,পাবেল হোসেন,মোজাম্মেল হোসেন, নয়ন মজুমদার, মোহাম্মদ মামুন, পাবেল হোসেন পারাবী,কামাল হোসেন,মাচুম মজুমদার, পারভেজ মজুমদার, তাজুল ইসলাম, হাছান আহমেদ,মোঃ ফেহাদ হোসেন,মোঃ মহসিন,রাযহান,শাহপরান সবুজ,গোলাম কিবরিয়া, মোহাম্মদ সোহেল, মোঃ খালেদ হাসান,আশিকুর রহমান,রাসেল হোসেন,মাছুম সুমন,মোঃ ইমরান হোসেন, মোঃ মাসুম মজুমদার, জহিরুল আলম,ফারুক হোসেন,মোঃ হাসান মেহেদী, শাহ আলম,মোঃ আবদুল হান্নান,হান্নান হোসেন, মনির হোসেন,মোঃ মাসুদ,মোঃ আমান উল্লাহ, কামরুল হাসান,নাহিদ, হাবিবুর রহমান, সাদ্দাম, মোঃ কাইয়ুম হোসেন মজুমদার, শাহদাত হোসেন রাব্বি মজুমদার, সুমন মিয়া,নোমান হোসেন রাজ,নাজমুল হাসান,মোহাম্মদ হোসেন রকি,সাইফুল ইসলাম সুজন,সাদ্দাম হোসেন,মোজাম্মেল মিয়া,মোশারেফ হোসেন,নুরে আলম হোসেন শরীফ,মোঃ শাহ আলম হোসেন,সোহরাব হোসেন রাজু,কবির হোসেন রুবেল, মাসুম করিম,শাওন মজুমদার, শিপন মজুমদার,শাখাওয়াত হোসেন, সাদ্দাম, রাকিব মোসাব্বির,আরিফ হোসেন জহির সওদাগর, মোঃ ইব্রাহিম খলিল,মোঃ মামুন এবং নাঈম মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সার্বিক সফলতা কামনায় মহান রবের নিকট দোয়া চেয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির হোসেন।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501