লালমাই প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ রমজান, বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫ টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন মিয়াজী মার্কেটের দ্বিতীয় তলা লালমাই প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলার সেক্রেটারী মাওলানা মোঃ ইমাম হোসাইন,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সর্দার,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) আসলাম মজুমদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, জেলা কৃষক দলের সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদার,বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা কাজী কাজল প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন,গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা সমাজ দর্পণ হিসেবে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। কোন দলের লেজুড়বৃত্তি না করে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই সাংবাদিকতার সার্থকতা। ঝুঁকিপূর্ণ ও প্রতিকূলতা কাটাতে ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার সম্ভব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও পেরুল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মোবারক হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিসের লালমাই উপজেলার সাংগঠনিক সম্পাদক ও বাগমারা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মিজানুর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইকবাল হোসাইন,কালিকাপুর এসএলএফএল মানবতার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জহির, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন, সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ মোসলেম উদ্দিন,উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের ছাত্র ফন্টের সভাপতি মাওলানা মোঃ আবু রায়হান,পশ্চিম অশ্বত্থতলা শাহসুন্নি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবদুল খালেক, মোঃ ইউসুফ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ তোফায়েল মাহমুদ বাহার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাপ্তাহিক লাকসাম বার্তার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন,সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক কুমিল্লা বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মতিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রার সাংবাদিক রোকসানা সুখী, যুগ্ম অর্থ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মোঃ রবিন মজুমদার, সদস্য ও দৈনিক কুমিল্লার কন্ঠের সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, সদস্য ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি জেলা প্রতিনিধি মোঃ রাজু মজুমদার, সদস্য ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মোঃ আজহার হোসেন রাকিব,সদস্য ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সাংবাদিক মোঃ মাইন উদ্দিন প্রমুখ।
দেশ ও জাতির কল্যাণ কামনা, সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ নাঈম সিদ্দিকী।
Leave a Reply