প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার রক্ষা করার দাবিতে ভারপ্রাপ্ত ইউএনও তাজমিন আলম তুলির মাধ্যমে জেলা প্রশাসককে পুনরায় স্মারকলিপি প্রদান করেন বাগমারা বাজারের ব্যবসায়ীরা। উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম কে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া বাজার পরিদর্শনে আসা জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশিকুর নবী তালুকদারকে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বাজার রক্ষা কমিটির আহবায়ক আবদুল বারী, সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলাম, হাজী সামছুল হক মুন্সী, সদস্য সুরেশ চন্দ্র সূত্রধর, এমদাদুল হক মজুমদার, হাসান মাহমুদ মানিক, কাজী কামরুল হাসান ভুট্টো, প্রভাষক মোঃ তারেকুল ইসলাম উপস্থিত থেকে জেলা প্রশাসকের স্মারকলিপি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’ হাতে তুলে দেন।
স্মারকলিপিতে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারলেনের কাজের উপজেলার শতবর্ষী বাজার রক্ষায় বিকল্প সড়ক নির্মাণের দাবী জানান ভূমি মালিক ও ব্যবসায়ীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন হাজী মফিজুল ইসলাম, বাজার শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ডাঃ সফিকুর রহমান মজুমদার, সাজু মিয়া, মাষ্টার মজিবুর রহমান, ফয়সাল মজুমদার, রবিউল প্রমুখ।
ব্যবসায়ী ও ভূমি মালিকদের অভিযোগ, উপজেলা সদরে অবস্থিত বাগমারা বাজারটি অত্র এলাকার জনসাধারণের জন্য প্রধান ব্যবসায়ীক কেন্দ্র। অত্র বাজারের পাকা সড়কের দুই পাশে ব্রিটিশ আমলে নির্মিত ৫ টি বড় মসজিদ, ২ টি মন্দির, ৩ টি মাদ্রাসা, ২ টি স্কুল বিভিন্ন ব্যাংকসহ বহুতল ভবন, প্রায় দুই শতাধিক দোকানপাট রয়েছে। এছাড়া ভৌগোলিকভাবে বাজারটির পশ্চিম পাশে ডাকাতিয়া নদী ও পূর্ব পাশে রেল লাইন হওয়ায় বাজারটি সম্প্রসারণের সুযোগ নেই। তাই বাজারের মাঝখান দিয়ে চার লেনের সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। এতে করে দোকান মালিক, ব্যবসায়ীক ও শ্রমিকদের অফুরন্ত ক্ষতি হবে যা কোনোভাবেই কাটিয়ে উঠা সম্ভব নয়।
Leave a Reply