(মোঃ মতিউর রহমান)
অদ্য ১২/০৯/২০২১ খ্রি. কুমিল্লার লালমাই উপজেলায় মুক্ত জলাশয়ে রাজস্ব খাতের আওতায় ৩৪০ কেজি ওজনের বিভিন্ন প্রজাতি পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতাল পুকুর, ভাটরা কাচারি বাড়ি পুকুর, চাঁনমলিয়া ও পুটিমলিয়া বিলে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল মালেক (বি.কম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব শরীফ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয় আফরোজ।
সভাপতিত্ত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক, জাঙ্গালিয়া, কুমিল্লা, ইউপি চেয়ারম্যান বেলঘর উত্তর জনাব আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মহিউদ্দিন আহমেদ মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, তফসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply