লালমাইয়ে জাতীয় পরিবার কল্যাণ সপ্তাহ-২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ বিকেলে লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় পরিবার কল্যাণ সপ্তাহ ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর -২০২৫ এর অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
"পরিকল্পিত পরিবার,নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার" এ স্লোগান নিয়ে পরিবার কল্যাণ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন রঞ্জিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম ও দি ডেইলী টাইবুনাল পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ সহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।