লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
'দক্ষতা নিয়ো যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ডিসেম্বর (বৃহস্পতিবার) ১১টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সবার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার শিফা, লালমাই থানার অফিসার (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক লালমাই উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক,নাঙ্গলকোট প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষক ইন্জিনিয়ার মোঃ আবু বকর সিদ্দিক।
লালমাই উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রণজিত সেন,লালমাই প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশের যারা বিদেশ যাবে তাদেরকে সরকারীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ভাষা শিক্ষা প্রশিক্ষন,বিভিন্ন কর্মদক্ষতায় যেমন ডাক্তার, ইন্জিনিয়ার, ড্রাইভিং,ইলেকট্রনিক এন্ড ইলেক্ট্রিক,আইটি,প্লাম্বার, ফুড প্যাকেজিং,কুকিং এবং কৃষি ইত্যাদি। দক্ষ হয়ে বিদেশ গেলে দেশের র্যামিটেন্স আরো অনেক গুন বৃদ্ধি পাবে।