লালমাইয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলার মানবিক সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন, এতিমখানায় ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ বিকেল ৩টায় হরিশ্চর মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের কার্যালয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রেমিট্যান্স যোদ্ধা হাজী মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাংগঠনিক সুমন শিকদার,উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মোঃ কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের নেতা মুন্না, হাবিব, যুবদলের নেতা এরশাদ মজুমদার,বাহারুল আলম বাহার প্রমুখ।
মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোঃ নোমান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৯ টি ইউনিয়নে ৬ষ্ঠ বারের মতো একশত টি করে কম্বল,উপজেলার বিভিন্ন এতিমখানায় ১১টি করে কম্বল, গরীব ও অসহায় শীতার্তদের সহ মোট ১২ শত কম্বল বিতরণ করা হয়েছে।