প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আকতার শিফা
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার শ্রেষ্ঠ স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ১৯জানুয়ারী (সোমবার) ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষিকা, ছাত্রীদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিন আকতার শিফা।
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আকতার শিফা বলেন ২০২৬ সালে উপজেলা পর্যায়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে বিদ্যালয়ের সাথে জড়িত শিক্ষক, শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জানাই। তিনি আরো বলেন এটি একটি বিরাট অর্জন,লালমাই উপজেলার জন্য গর্বের বিষয়।
এসময়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবং ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি শাহিন আকতার শিফা।
অত্র বিদ্যালয়ের (শরীর চর্চা) বিভাগের সিনিয়র শিক্ষক মাকসুদা সফিনাজ আক্কাস এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব।
পরবর্তীতে ২০২৬ সালে নাসরিন সুলতানা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ,হৈমন্তী রানী সিংহ শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত সামিয়া জাহান স্বর্না, অধরা সিংহ,বিন্তি রানী সিংহ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক লালমাই. All rights reserved.