1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
November 2, 2024, 5:12 am
সর্বশেষ খবর
বাগমারা দারুত তাহযীব বালক মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন লালমাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন লালমাইয়ে শিকারীপাড়া বায়তুল কুরআন মাদ্রাসায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন ইউএনও এহসান মুরাদ লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৬ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৮৫৭ কেজি পোনা মাছ বিতরণ লালমাইয়ে সরকারি মেডিকেল কলেজ তৈরি হলে সেবার মান ভালো হবে…. ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ সিপিএ লালমাইয়ে গ্রামীন সমাজকল্যাণ সংস্থার বন্যা পরবর্তী পুর্ণবাসনে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ লালমাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস‍্য তারবিয়াত ও অফিস উদ্বোধন লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন লালমাইয়ে হজ্ব ও ওমরাহ্ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত-দৈনিক লালমাই

  • Update Time : Sunday, November 21, 2021
  • 225 Time View

ষ্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২০ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৩ টায় বিজয়পুর হাই স্কুল মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এ দেশের উন্নতির ম্যাজিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের উন্নতির আরেকটি ম্যাজিক হলো দেশের মানুষ। তারা কাঁধে-কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর।”
অর্থমন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভালো কাজই রাজনীতি। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য! ঈদ, পূজা, পার্বন বাঙালির সকল ধর্মীয় উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে পালন করতে চাই! অপশক্তি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে! বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু, তিনি বলেন বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি চক্র বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে মিথ্যা, গুজব, সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সকলকে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রচার প্রচারনার সময় দেখা যায় বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি পোষ্টার ফেস্টুন এর এক কোনে ক্ষুদ্র আকৃতির দিয়ে কতিপয় স্থানীয় নেতাদের ছবি বড় করে দিয়ে প্রচারনা চালানো হয়! এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যিনি মূল কাজটি করছেন তিনি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পোস্টার ফেস্টুনে বঙ্গবন্ধু ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ছবি বড় করে দিয়ে প্রচার প্রচারনা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ -সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, সদস্য অ্যাডঃ জাহেদুল আলম, ডাঃ রাজীব সাহা।কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সারও
য়ার,যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন,এম এ করিম মজুমদার, আবদুল মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দও,দপ্তর সম্পাদক রুপম মজুমদার।
সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহসিন রহমান।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501