লালমাইয়ে মরহুম আরাফাত রহমান কোকো এর ১০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো এর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা বিএনপি ও সকল সংগঠনের আয়োজনে কুরআন খতম দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৪ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ সরকারী নতুন ভবনের নীচতলায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) আবদুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
কুরআন খতম, দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব (প্রস্তাবিত) ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক ও পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) আসলাম মজুমদার মেম্বার, সদস্য সচিব মোসলেম উদ্দিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব (প্রস্তাবিত) মোহাম্মদ আলী,সহকারী অধ্যাপক মোঃ তারেক উল ইসলাম, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পবিত্র কুরআন খতম ও দোয়ার অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে জান্নাতুল ফেরদৌস নসিব সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রাসেল আহমেদ।
Leave a Reply