লালমাইয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০মার্চ (সোমবার) ১১টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রকল্প উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি,মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রণজিৎ সেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় নেতৃত্ব ছিলেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মীর মোহাম্মদ মারুফ রবিন।
Leave a Reply