লালমাইয়ে সিধুচী হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসায় কিশোর-কিশোরী ক্লাবের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসায় কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধনী ক্লাসের কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ৩টায় মাদ্রাসার অডিটোরিয়ামে কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধনী ক্লাসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদ্রাসার ছাত্র – ছাত্রীদের নিয়মিত পাঠ্যবইয়ের পড়া-লেখার পাশাপাশি ইসলামি সংগীত হাম,নাতে রাসূল,গজল,শুদ্ধস্বরে কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে মননশীলতা ও মেধার বিকাশ ও শরীয়তের বিধান মেনে খেলাধুলায় অংশ গ্রহণে শারীরিকভাবে সুস্থ থাকার সহায়তা করে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চালিতাতলি সিনিয়র ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কাশেম মোঃ ফজলুল হক, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ জয়নাল আবেদীন জয়,ইসলামী সংগীত শিক্ষিকা বাউল তাহমিনা, জেন্ডার প্রমোটার শিক্ষিকাক রিনা আক্তার।
মাদ্রাসার সুপার সামিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল আমিন মেম্বার,মাদ্রাসার সহ- সুপার জাফর আহমদ , সহকারী শিক্ষক মোলভী মাও; দেলোয়ার হোসেন, মাওঃ আবুল কাশেম, সহকারি শিক্ষক আতিকুর রহমান ,এবি প্রধান আঃ রশিদ ,ক্বারি আখতার হসাইন , জসিম উদ্দিন খান প্রমুখ।
এসময় মাদ্রাসার কিশোর-কিশোরী ক্লাবের ছাত্র- ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply