1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
June 16, 2025, 4:36 am

লালমাইয়ে মান্দারী ঈদগাহ কমিটির উদ‍্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত -দৈনিক লালমাই

  • Update Time : Sunday, January 15, 2023
  • 277 Time View

লালমাইয়ে মান্দারী ঈদগাহ কমিটির উদ‍্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন
১৪ জানুয়ারি শনিবার বাদ যোহর হইতে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মান্দারী ঈদগাহ কমিটি এবং(দঃধনপুর,মান্দারী,দঃজয়কামতা,রাইপুর)গ্রামবাসীর উদ‍্যোগে মান্দারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

তাফসীরুল কোরআন মাহফিলে মোঃসামছল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মূফতী জহিরুল ইসলাম ফরিদী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আদনান গাজী, ঢাকা।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআবুল কাশেম,কুমিল্লা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এমদাদুল হক মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সামছল হক মুন্সি,সাধারন সম্পাদক মোঃনুরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মান্দারী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সহিদ আহমেদ বাবুল,হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল জলিল সওদাগর,বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির মির্জা,হোসেন থাই এ‍্যালুমিনিয়াম এর প্রোপাইটার মোহাম্মদ হোসেন এবং আবু তাহের মেম্বার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃশাহ আলম মজুমদার,হাজী মোহাম্মদ ইদু মিয়া,আবদুর রশিদ মেম্বার,রবিন মজুমদার সহ দঃধনপুর,মান্দারী,দঃজয়কামতা,রাইপুর গ্রামের মান‍‍্যগণ‍্য ব‍্যাক্তিবর্গ।

তাফসীরুল কোরআন মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন নবগুঞ্জন শিল্পীগোষ্ঠী,প্রানবন্ত ও মিস্ট ভাষায় সঞ্চালনা করেন এডভোকেট মোঃশরাফত আলী সুজন।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501