1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
March 19, 2025, 9:08 am

লালমাই থিয়েটার ও শিল্পকলা একাডেমির সাথে মত বিনিময় করেন ইউএনও মো: ফোরকান এলাহি অনুপম-দৈনিক লালমাই

  • Update Time : Monday, July 25, 2022
  • 299 Time View

লালমাই থিয়েটার ও শিল্পকলা একাডেমির সাথে মত বিনিময় করেন ইউএনও মো: ফোরকান এলাহি
অনুপম

লালমাই প্রতিনিধি
২৫ শে জুলাই সোমবার বিকাল ৪টায় লালমাই উপজেলা অডিটোরিয়ামে লালমাই থিয়েটার ও লালমাই শিল্পকলা একাডেমির সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
মতবিনিময় সভায় লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,পল্লী উন্নয়ন পউজের অফিসার আবুল কালাম।
লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা মোঃ জয়নাল আবেদীন জয় এর প্রাণবন্ত সঞ্চালনায় গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মোঃ সফিকুর রহমান,বাউল রাসেল দেওয়ান,বাউল পরীক্ষিত ইমন বনিক,জনি বড়ুয়া,মোঃ সাব্বির হোসেন,জয়ন্ত সিংহ,ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মতিউর রহমান ,আবৃত্তি করেন কবি আবদুর রব,কবি খান মোহাম্মদ রুবেল,নৃত্য পরিবেশ করেন প্রিতম, হৈমন্তী সিংহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস‍্য ও আহম মোস্তফা কামাল এফসিএ লোটাস কামাল গনপাঠাগার এর অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিমা রানী দাস,ফাতেমাতুু জোহরা সীমা,কিশোর দেবনাথ,দীপ্ত সিংহ প্রমুখ।
লালমাই থিয়েটারের ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভায় লালমাই থিয়েটারের কার্যক্র‍মকে আরো গতিশীল করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটিকে নতুনভাবে সাজাতে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে মোঃ সফিকুর রহমানকে মনোনীত করা হয়।
এসময় লালমাই আবৃত্তি পরিষদের সভাপতি পদে কবি মোঃ আবদুর রব ও সাধারণ সম্পাদক পদে কবি খান মোহাম্মদ রুবেল হোসেনকে মনোনীত করা হয়।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501