লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ১২টায় ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ইং সনের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস,খাতা,কলম, বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক হাজী কামরুল হাসান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দঃ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফরহাদ হোসেন,লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য এমদাদ মজুমদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বাকই উত্তর ইউনিয়নের এম্বাসেডার মাষ্টার শহিদ উল্লাহ,লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আকতার,মাহমুদা আকতার,বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল ওহাব সেলিম,সাধারন সম্পাদক মোঃ শরীফ উল্লাহ নয়ন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ হোসেন জাবের,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহপরান সওদাগর,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মজুমদার সহ ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,ছাত্র,ছাত্রীর অভিভাবক সহ গ্রামের মান্যগণ্য ব্যাক্তিবর্গ।
লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাষ্টার আবদুল জলিল ও মোঃ মিজানুর রহমান।
Leave a Reply