1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
April 26, 2025, 2:45 pm
সর্বশেষ খবর
লালমাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলঘর দঃ ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত ভূশ্চি এলাকায় উপজেলার স্থান নির্ধারণ করবে কমিশন, বেঁচে থাকতে দক্ষিণের সকল সমস্যার সমাধান করবো-মনিরুল হক চৌধুরী লালমাইয়ে বিএনপি’র নবগঠিত কমিটির গনসংর্বধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের নববর্ষ-১৪৩২ উপলক্ষে বৈশাখী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-১ ফের সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আতিক লালমাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন আহবায়ক-মোঃ মাসুদ করিম সদস্য সচিব-মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঈদ প্রীতি অনুষ্ঠান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে পুনর্মিলনী “নীড়ে ফেরা” বর্ণিলভাবে উদযাপন

মঞ্চের নিবেদিত মানুষ গোলাম মাহবুব ছোবহানী রুবেল

  • Update Time : Saturday, February 8, 2025
  • 60 Time View
খ্যাপা চরিত্রের জন্য স্বারক তুলে দিচ্ছেন কুমিল্লার কালচারাল অফিসার আয়াজ মাবুদ

গোলাম মাহবুব ছোবহানী রুবেল ২০০০ সালের শেষের দিকে বিনয় থিয়েটারের সাথে যুক্ত হন। এরপর তিনি ২০১৬ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠা করেন, লাকসাম নাট্যজংশন থিয়েটার।  সংগঠনটির দল প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি ৮ বছর ধরে লিড রোলে অভিনয় করছেন।

অশোকান্দ নাটকে ঢাকা শিল্পকলা একাডেমীর পরিক্ষন হলে

ইতিমধ্যে তিনি ২০১৫ সালের নভেম্বরের ১১ তারিখে ঢাকা শিল্পকলায় ড. মুকিদ চৌধুরীর রচনা ও পারিচলনায় অশোকানন্দ নাটকের নাম ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। কুমিল্লা টাউন হলে ২০১৯ সালের ২৮ জুন করেন নাট্যজন শাহজাহান চৌধুরীর পরিচালনায় কাজী নজরুল ইসলাম রচিত শিউলী মালা। নাটকটিতে কুমিল্লার বাছাই করা প্রায় সকল দলের নাট্যকমীরা সুযোগ পান। লাকসাম থেকে সুযোগ পান তিনি।

কুমিল্লা টাউন হলে শিউলি মালা নাটকে রুবেল (ডানে)

সিলেটে অভিনয় করেন ডাকাতিয়া নদীর ইতিকথা ও চম্পাবতী (১৪ এপ্রিল ২০১৭ পাবলিক হল লাকসাম), নাটক দুটি রচনা ও পরিচালনায় ছিলেন ড. মুকিদ চৌধুরী। তার নিজের পরিচালনায় এসএম সোলাইমানের নাটক সুনাই কইন্যার পালা লাকসামের পাশাপাশি তিনি ৩০ ডিসেম্বর ২০১৯ সালে চাঁদপুর বিজয় মেলাতে পরিবেশন করেন।

চাঁপুরে সুনাই কইন্যার পালা শেষে স্বারক গ্রহণ করছেন

এসএম সোলাইমানের বিখ্যাত নাটক খ্যাপা পাগলার প্যাচাল করেন গাজীপুরের টঙ্গি বিজয়মেলাতে, কুমিল্লা টাউন হলে, খুলনা বিশ্ববিদ্যালয় মঞ্চে এবং কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন মঞ্চে।

সিরাজ উদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে

সর্বশেষ ২০২৩ সালের ১৮ ডিসেম্বর তিনি লাকসাম পৌর অডিটরিয়ামে নবাব সিরাজ উদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে প্রসংশীত হন।

সর্বোচ্চবার তিনি খ্যাপা চরিত্রে অভিনয় করেন

জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধির পাশাপাশি সোস্যাল মিডিয়ায় নিয়মিত লিখে ব্যপক পরিচিতি পাওয়া গোলাম মাহবুব ছোবহানী রুবেলের জন্ম ১৯৮৪ সালের ১৪ মার্চ বুধবার। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলাস্থ শ্রীপুর গ্রামে নানার জন্ম নেন। তার পিতা হারুন অর রশীদ ও মাতা কোহিনুর বেগমের ৪র্থ সন্তান তিনি। স্থানীয় এ.মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাইস্কুল) ও লাকসাম নবাব ফয়েজুন্নেছা সরকারী কলেজে তিনি লেখা পড়া করেন। বর্তমানে অভিনয়কে পেশা হিসেবে নিলেও তিনি একজন আইটি পেশায় দক্ষ কর্মী হিসাবে ঘরে বসে ফ্রিলান্সিং করছেন এবং বাংলাদেশ সকরারের বিভিন্ন আইসিটি প্রকল্পে প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন। কর্মগুনে সব কিছুকে ছাপিয়ে মঞ্চের মানুষ হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত। তার ধ্যান জ্ঞানে শুধু অভিনয়, অভিনয়ের মাধ্যমে সামাজিক অবক্ষয় দুর করতে নিরলস কাজ করতে চান তিনি।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501