লালমাইয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে উত্তর দৌলতপুর (পশ্চিমপাড়া) গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব স্থাপন
লালমাই প্রতিনিধিঃ
“এসো বই পড়ি, আলোকিত সমাজ গড়ি” এ স্লোগান নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে লালমাই উপজেলায় একশতটি গনপাঠাগার ও বিজ্ঞান ক্লাব স্থাপন কল্পে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর পশ্চিম পাড়ায় ” উত্তর দৌলতপুর (পশ্চিমপাড়া)গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব” জাতীয় গ্রন্থাগার ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর রেজিষ্ট্রেশন পেয়েছেন।
২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ৩ টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন মিয়াজী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লালমাই উপজেলার পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক অফিসে উত্তর দৌলতপুর (পশ্চিমপাড়া) গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এর নিকট যাবতীয় তথ্যাদিসহ ডকুমেন্টস হস্তান্তর করেন উদ্যোক্তা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর নির্বাহী সদস্য,লালমাই আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) পাঠাগার এর সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, আ হ ম মূস্তফা কামাল এফসিএ লোটাস কামাল পাঠাগার এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার রুবেল।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ধনপুর মাষ্টার জাফর আহম্মেদ মজুমদার গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিন মজুমদার প্রমুখ।
উদ্যোক্তা আশাবাদ ব্যক্ত করেন, ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীদের বই পড়ার অভ্যাসের মাধ্যমে সুশিক্ষিত সুনাগরিক হয়ে গড়ে উঠবে। মাদক মুক্ত সমাজ গড়তে ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উত্তর দৌলতপুর (পশ্চিমপাড়া) গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply