লালমাইয়ে জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৩ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
২৭শে ফেব্রুয়ারী সোমবার দুপুর ২টায়
জাতীয় পরিসংখ্যান দিবস- ২০২৩ উপলক্ষে লালমাই উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হানিফ সরকার, কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আহসান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বরল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সিধুচী হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ সামিউল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply