সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আল ইসরা মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমাইয়ে দারুল হিকমা ইসলামিক একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ লালমাইয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা সহ ৫ দাবি জুলাই ঐক্য’র লালমাইয়ে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল বিতরণ লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অসহায়ের পাশে লালমাই উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন ‎লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত লালমাইয়ে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এ স্লোগান নিয়ে লালমাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
উপজেলা প্রাঙ্গণে সম্মিলিত সূরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। তিনি তাঁর বক্তব্যে সরকারের সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিবিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধমূলক পদক্ষেপ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ গোলাম মহিউদ্দিন আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, ছাত্র ও ছাত্রী বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ কাউছার আলম জুয়েল, সদস্য, মোঃ ওয়াসিউর রহমান, সদস্য ফাহিমা আক্তার, সদস্য মোঃ শহিদুল ইসলাম,প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম রকিব, শিক্ষা সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সদস্য মোঃ রাজিব সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102