
লালমাইয়ে আল ইসরা মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মোহাম্মদ আনোয়ার হোসেন
ঐতিহ্যবাহী লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা উত্তর বাজার সৈয়দপুর রাস্তার মাথায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত আল ইসরা মাদরাসার ২০২৫ সনে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায়- বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) ১১টায় মাদরাসার অডিটোরিয়ামে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির এর সভাপতিত্বে শিক্ষক,অভিভাবক, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক মাওলানা মুজাম্মিল ইবনে মুসলিম ও মাওলানা লোকমান গাজী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আকতার শিফা।
এসময়ে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর অত্র মাদরসার বিভিন্ন শ্রেণির ১২০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে ৪৫জন ট্যালেন্টপুল সহ মোট ৭৮জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এবং ২০২৬ সেশনে ভর্তি উৎসব উপলক্ষে ভর্তি ফরম বিতরন চলমান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারি হোসাইন আহমেদ।