
লালমাইয়ে হদগড়া আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় বই বিতরণ
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী হদগড়া আল কারীম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোঃ আবুল খায়ের।
বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, সদস্য মোঃ রবিউল ইসলাম,আবদুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা মোঃ আবু ইউসুফ, হাফেজ মোঃ ওমর ফারক, অভিভাবক উত্তর দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক ডাঃ মোসাঃ মরিয়ম সুলতানা, শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ও ছাত্র – ছাত্রী বৃন্দ প্রমুখ।
হেফ্জ বিভাগ সহ নূরানী শাখায় প্লে শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত ৫৮ জন ছাত্র – ছাত্রীদের মাঝে শিক্ষা বর্ষ ২০২৬ সালে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।