মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলাধীন বাগমারা দঃ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ডিসেম্বর (শুক্রবার) ৪টায় বাগমারা দঃ ইউনিয়নের পশ্চিম অশ্বত্থতলাস্থ বাগমারা জামেয়া ইসলামিয়া নুরিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক এর সভাপতিত্বে কর্মী সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া বলেন আমি লালমাই উপজেলা বাসীর জন্য ২৪ঘন্টার মধ্যে ১৮ঘন্টা কাজ করে আপনাদের হৃদয়ে যায়গা করে নিবো,লালমাই উপজেলায় বেকারত্ব দুর করার জন্য বহুমুখী সিদ্ধান্ত গ্রহন করবো,যার মধ্যে অন্যতম থাকবে বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ এবং মহিলাদের কুঠির শিল্প প্রশিক্ষণ,এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য বিশ্বমানের ভাষা শিক্ষা ইনিস্টিউট ও তথ্য প্রযুক্তি কেন্দ্র করবো,লালমাই উপজেলাকে মাদক,সন্ত্রাস, দূর্নীতি,জুয়া সহ সকল অসামাজিক কর্মকান্ড শক্ত হাতে দমন করা হবে।
কর্মী সভা ও দোয়া অনুষ্ঠানে বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ও যুগ্ন সাধারন সম্পাদক গাজী মুহিবল্লাহ সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ ফিরোজ মিয়া,সদস্য প্রস্তাবিত মোঃ মাসুদুর রহমান মাসুদ, শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ কামরুল হাসান, সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ হাবিব হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ-দোয়া মোনাজাত পরিচালনা করেন বাগমারা নুরিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মোফাজ্জল হক।