
লালমাইয়ে উত্তর দৌলতপুর পূর্বপাড়ায় ২৭তম বড় সাফা খতম অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন উত্তর দৌলতপুর পূর্বপাড়ায় ২৭তম বড় সাফা খতম অনুষ্ঠিত। ১০জানুয়ারি ২০২৬(শনিবার) সকাল ১০টায় উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশ বরণ্য আলেম-ওলামাদের সমন্বয়ে বিভিন্ন প্রান্তে থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বড় সাফা খতমটি অনুষ্ঠিত হয়। এসময় সফিউল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতির শান্তি কামনা করে মুনাজাত করেন ভারত-বাংলার বহু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবদুর রহমান দরবেশের প্রধান খলিফা জোলাই ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলা সফিউল্লাহ রহমানী।
এসময় আরো উপস্থিত ছিলেন, লাকসাম গাজীমূড়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবদুল হালিম, লক্ষণপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছানা উল্লাহ বাশারী, বেতাগাঁও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পরতী ফাজিল মাদ্রাসা সহযোগী অধ্যাপক মাওলানা আবদুন নূর, হলদিয়া আলিম মাদ্রাসা সহযোগী অধ্যাপক মাওলা নুরুল ইসলাম, বারাইপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবদুল মালেক, আশকামতা মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শাহ আলম, ভুশ্চি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী, বিশিষ্ট সমাজসেবক ও সংবাদকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।