
যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন বরল উত্তর-পশ্চিম পাড়া (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এর পূর্ব পাশে) অত্র পাড়ার বিশিষ্ট ব্যাক্তিত্ব মোঃ অহিদুল ইসলামের স্বেচ্ছায় দানকৃত ৪শতক যায়গায় নবনির্মিত মসজিদ আল-আকসা’র শুভ উদ্বোধন।
২৪জানুয়ারি (শনিবার) এলাকার বিশিষ্ট আলেম,উলামা,সমাজের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা। যোহরের নামাজ পড়ান ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট দোয়াগীর বহু আলেমের উস্তাদ লক্ষণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়তে হিযবুল্লাহ লালমাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বাগমারা দঃ ইউনিয়ন উত্তর দৌলতপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছানা উল্লাহ বশারী।
এসময়ে বরল (উত্তর-পশ্চিম) পড়ার সর্দার মোঃ যোবায়ের হোসেন বলেন মসজিদটি ২০২৪সালে এপ্রিল মাসের ১৫তারিখে ভিত্তিপ্রস্তর হয়ে আজকে নামাজ পড়ার জন্য উপযোগী হওয়ায় আমি প্রথমেই এই পাড়ার বসবাসকারী সবার পক্ষ থেকে মহান রবের নিকট সেজদা দেওয়ার মত আমাদের স্থায়ী বন্দোবস্ত হওয়ায় রব্বে কারীমের নিকট শুকরিয়া জানাই।এবং যিনি মহান রবের নিকট সেজদা দেওয়ার যায়গা স্বেচ্ছায় দান করলেন মোঃ অহিদুল ইসলাম এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই পাড়ায় বসবাসকারী সর্বস্তরের সবাই আগে নামাজ পড়তো জামতলি কেন্দ্রীয় মসজিদে গিয়ে,আজ অনেকদিন যাবৎ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হওয়ার ফলে অনেক যানবাহন চলাচলের কারনে নামাজ পড়তে যেতে অসুবিধা হতো। সমাজের সবার সহযোগিতায় আমরা মসজিদ আল-আকসা নির্মান করেছি। এখন সবাই ইবাদাত বন্দেগি করতে পারবে।
অত্র গ্রামের মাওলানা মাছুম বিল্লাহ বলেন যারা যায়গা,অর্থ, শ্রম,বুদ্ধি দিয়ে মসজিদ আল-আকসা নির্মানে সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতে মসজিদের উন্নয়ন কর্মকান্ডে সকল ধরনের সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম,উলামা,সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসুল্লি বৃন্দ।