বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নেই নাই-আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া।  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-১০ [নাঙ্গলকোট-লালমাই] মুফতি শামছুদ্দোহা আশরাফী’র জীবন বৃত্তান্ত.. বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মুহাম্মদ আহসান উল্যাহ কুবিতে সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাকবে পুলিশ জনপদে ভোট দেবেন নিরাপদে আমি জনগণের মনোনীত প্রার্থী,জনগণের জন্য কাজ করবো – আবদুল গফুর ভূঁইয়া লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা লালমাই উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দ শাকেরা তরুণ সংঘের উদ্যোগে মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া স্মৃতি ফাইনাল ম্যাচ সম্পন্ন

কয়েকজন ছাড়া কারও চেহারাই দেখছি না: নিরব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে

দেশের করোনা পরিস্থিতির কারণে প্রথমবার ঘরে পরিবারের সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। প্রায় ৬৮ দিন ঘরে বন্দী এ নায়কের ঈদের দিন কেটেছে বাকি দিনগুলোর মতই।

 

ঘরে বসে থাকতে থাকতে অনেকটাই বোরড হয়ে গেছেন। কিন্ত তাতেও কিছুই করার নেই। দেশের পরিস্থিতি চিন্তা করে থাকছেন গৃহবন্দী। তবে পরিবারের সঙ্গে এতটা সময় পার করাটা বেশ উপভোগ করছেন এ নায়ক। দুই মেয়ে যুওয়াইনাহ্ ও যুওয়াইবাহ্ এর সঙ্গে বেশ ভালো সময় কাটছে।

এ নায়ক বলেন, প্রায় ৬৮ দিন ধরে বাসাতেই আছি। সেদিন থেকে চিন্তা করলে ঈদের দিনটা বাকি দিনের মতই কেটেছে। নতুনত্ব কিছুই ছিলো না। আর প্রথমবার ঈদের নামাজ ঘরে আদায় করেছি। আমরা ১২ জন ছিলা পরিবারে, সবাই মিলে ঘরে জামাতের সাথে নামাজ পড়েছি। এটা একটু ব্যতিক্রম এবারের ঈদে।

পরিবারের সঙ্গে বাসাতেই কেটেছে এদিন। তবে যেহেতু বোন ও ভাইয়ের বাসা খুব কাছেই বিকালের পর বোনের বাসায় গিয়েছিলাম আর ভাইয়া আমাদের বাসায় এসেছিলেন।

তিনি আরও বলেন, ‘করোনার কারণে নিজের আত্মীয়স্বজন ভাই ব্রাদার ছাড়া কারও চেহারাই দেখছি না। যাদের দেখছি সেটাও ভিডিও কলের মাধ্যমে।

এবারের ঈদে বন্ধুদের সঙ্গে আড্ডা মিস করছেন জানিয়ে নিরব বলেন, ‘প্রতি বছর ঈদেই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই, কিন্তু এবারের ঈদে সেটা পারিনি। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাটা খুব মিস করছি।’

এবার ঈদে তেমন কিছুই কিনেন নি, তবে স্ত্রীর জন্য অনলাইনে শাড়ি কিনে উপহার দিয়েছেন। স্ত্রীর কাছ থেকে পেয়েছেন শার্ট উপহার।

ঈদের সালামি প্রসঙ্গে নিরব বলেন, সালামি পাওয়ার চেয়ে দিতে হয় বেশি। এবারও তাই হয়েছে। যেহেতু পাওয়ার মধ্যে শুধু মা, বড় ভাই, বোন ও দুলাভাই তাই এদের থেকে পাই সবসময়;এবারও পেয়েছি। কিন্তু আমি সবসময় সালামি পাই কম, দেই বেশি।

ছবি: শামছুল হক রিপন

আইএন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102