বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টার:
বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন, কুমিল্লা জেলার কৃতি সন্তান, বিটিএসএফ-এর সাংগঠনিক সম্পাদক, তরুন সমাজ সেবক ও বাহরাইন প্রবাসী সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু। সংগঠক ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি উক্ত বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারকে ভূষিত হন।
১০ নভেম্বর ২০২৫ ঢাকায় বিটিএসএফ-এর এক অনুষ্ঠানে তাকে উক্ত বর্ষসেরা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে, সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু বিটিএসএফ-এর বর্ষসেরা সম্মাননা স্মারক পাওয়ায় তাকে নানা-শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, তিনিও সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর ২০২৫ সোমবার বেলা সারে ১১ ঘটিকায় ঢাকার পল্টনে খানা বাসমতি হোটেল উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি (সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, বিটিএসএফ)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া (সম্পাদক, দৈনিক বঙ্গজননী)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক যুবরাজ যুবরাজ খান খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ)। প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ)।
বিশেষ অতিথি মোঃ দেলোয়ার হোসেন শিকারী (সাবেক চেয়ারম্যান, ইদিলপুর ইউপি, শরীয়তপুর ও উপদেষ্টা, বিটিএসএফ), মোঃ শামছুল আলম (চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্ট, বিটিএসএফ), মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাপ পরিষদ ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), হাজী মোসলেম হোসেন সরদার (স্বত্বাধিকারী, সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার (সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ও উপদেষ্টা, বিটিএসএক), মোঃ নাসিরুল ইসলাম নাসির (সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ), মোঃ জহিরুল ইসলাম আকন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), মোঃ হারিসুর রহমান (ভাইস চেয়ারম্যান, বিটিএসএফ)।
বিশেষ বক্তা ছিলেন, শরীফ মোঃ আব্দুল কাদের (সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ফজলুল হক মনি (স্বত্বাধিকারী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও উপদেষ্টা, বিটিএসএফ), বি এম মোস্তাফিজ মোস্তফা (এমডি, আইকনিক মার্ক লিমিটেড ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), কে.এম কামরুজ্জামান মিলন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ)।